গাজীপুরে খুনের মামালার ৩ আসামি সিলেট থেকে গ্রেফতার
বি এ রায়হান, গাজীপুর: রবিবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্ঠাকালে সিলেটের সীমান্ত এলাকা থেকে গাজীপুরের কালীগঞ্জ উপজলায় এক যুবক খুনের মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত আরিফ শেখ (২৪), উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর এলাকার সালদিয়া গ্রামের শরিফউদ্দিনের ছেলে। গ্রেফতারকৃতরা হলাে- উপজেলার জাঙ্গালীয়া ইউয়নর সালদিয়া গ্রামর শহিদ শখর ছল ইব্রাহিম শখ (৫০), তার ছল সজীব শখ (২৫) ও ¯ানীয় শরাফ উদ্দিনর দ্বিতীয় স্ত্রী দুধ মহর (৫২)। সােমবার সকাল তাদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগার পাঠানাে হয়েছে। এবিষয় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একএম মিজানুল হক জানান, গত ৮ মে ভােরে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর এলাকার সালদিয়া গ্রামে পারিবারিক বিরাধের জেরে সৎ ভাইদের ছুরিকাঘাতে খুন হয় আরিফ শেখ (২৪)। এসময় তার দুই ভাই বুলবুল শেখ (৩০) ও বাবুল শেখ (৩৫) আহত হন। এ ঘটনায় ওইদিন রাতেই নিহত আরিফের মা (শরিফ উদ্দিনের প্রথম স্ত্রী) বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিলট জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে রবিবার রাতে ভারতে পালানাের চেষ্টার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং কৌশলে ওই তিনজনকে গ্রেফতার করে। সােমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর কারাগার পাঠিয়েছে।